ওমান থেকে বছরে আসবে ২৪ কার্গো এলএনজি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ২২:৩০
দীর্ঘমেয়াদে দেশে এলএনজির সরবরাহ বাড়াতে সরকারি পর্যায়ে ওমান থেকে বছরে ২৪ কার্গোর সমপরিমাণ পর্যন্ত এলএনজি আমদানি করা হবে; আগামী ১০ বছরে আনা হবে মোট ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি।
সোমবার সন্ধ্যায় ২০৩৫ সাল পর্যন্ত বিপুল পরিমাণ এই এলএনজি কিনতে ওমানের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পেট্রোবাংলা। প্রথম বছরে চার এবং পরের দুই বছর ১৬ কার্গোর পর ২০২৯ সাল থেকে এলএনজি আসবে ২৪ কার্গো করে বলে ঢাকায় চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়।
সোনারগাঁও হোটেলে জি টু জি ভিত্তিতে ২০২৬ সাল থেকে ১০ বছর মেয়াদে অতিরিক্ত শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি কেনার এ চুক্তি হয়। এতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেড (আগের নাম ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল) র নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী সই করেন।