ত্রিশের পর থেকে অ্যান্টিএজিং কসমেটিকস ব্যবহার করুন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৮:৩৯
প্রশ্ন: হাতে মেহেদি দিলে আমার সামান্য চুলকানি হয়। অনেক ক্ষেত্রে মেহেদি উঠে যাওয়ার সময় ডিজাইনের কিনারা ধরে সাদা সাদা চামড়া ওঠে। এই সমস্যার সমাধান কী?
লাবণি হক, নওগাঁ
কেনা মেহেদি না লাগিয়ে
পাতা বেটে হাতে লাগাতে পারেন। এরপরও যদি সমস্যা হয় তাহলে মেহেদি না পরাই ভালো। অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞ দেখিয়ে ত্বকের
সমস্যা ও সমাধান সম্পর্কে জেনে নিতে হবে।
আমার সারা শরীরে ছোট ছোট বাদামি ও ধূসররঙা তিলের মতো দানা আছে। চোখের পাশে, চিবুকের নিচে, পেটে, বুকে এসব দানা ছড়িয়ে পড়ছে। এ সমস্যা সমাধানে কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
বিউটি ক্লিনিকে মাইক্রোডার্মাব্রেশন করাতে পারেন। এরপরও না কমলে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়ে ফুল বডি চেকআপ করে পরবর্তী নির্দেশনা গ্রহণ করবেন।