রোদপোড়াভাব কমাতে কফির মাস্ক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৭:৩৫
গরমকালে গরম কফি ভালো না লাগলেও, রোদপোড়াভাব কমাতে ব্যবহার করায় যায় কফির ফেইস মাস্ক।
রোদচশমা ব্যবহারে চোখ বাঁচানো গেলেও মুখের অনাবৃত অংশ সূর্যালোকের সংস্পর্শে পোড়াভাবের সৃষ্টি করে।
এই বিষয়ে হেল্থ শটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বেঙ্গালুরু’র ইশ্বনাথপুরের মনিপাল হাসপাতালের পরামর্শক ত্বক বিশেষজ্ঞ ডা. নাভ্য পি বলেন, “রোদে যাওয়ার কারণে ত্বকে মেলানিনের পরিমাণ বাড়ে। ফলে ত্বক খসখসে হয়ে যায় এবং ‘হাইপারপিগ্মেন্টেইশন’ দেখা দেয়।”
পোড়াভাবের পাশাপাশি ত্বকে অন্যান্য সমস্যা যেমন- ব্রণ, জ্বলুনি, ভাঁজ ইত্যাদি সমস্যা দেখা দেয়। সানস্ক্রিন এক্ষেত্রে উপকারী। কারণ এটা মেলানিনের বিভাজন কমায়। তারপরও অনেকক্ষেত্রেই রোদে পোড়াভাবের বিরুদ্ধে কাজ করতে পারে না।