কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তথ্যমন্ত্রীকে নিয়ে অপপ্রচার: ‘নাগরিক টিভি’ নামের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ১৭:৩৪

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ‘নাগরিক টিভি’ নাম দিয়ে কানাডা থেকে পরিচালিত ইউটিউব ও ফেইসবুক অ্যাকাউন্টধারী এবং তার সহযোগীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 


রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের বন ও পরিবেশ সম্পাদক মো. আরিফুল ইসলাম ওই চ্যানলের পরিচালনাকারী নাজমুস সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে চট্টগ্রামের চকবাজার থানায় এই মামলা করেছেন বলে তথ্য মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 


মামলার এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে ‘হেয় প্রতিপন্ন করা এবং মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে’ তার পরিবারের সদস্যদের জড়িয়ে অসত্য তথ্য দিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে’ ওই ইউটিউব ও ফেইসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও