![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2F1366c704-b14b-438a-80c3-9cbbdf40e083%2Farafat_anisur_190623_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
শিক্ষক আরাফাতের আয় বছরে সোয়া কোটি, ব্যবসায়ী আনিসুর পান ১৮ লাখ
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত শিক্ষকতা পেশা থেকে বছরে আয় করেন ১ কোটি ২৮ লাখ টাকা। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর সিকদার আনিসুর রহমান তার ব্যবসা থেকে আয় করেন আরাফাতের সাত ভাগের এক ভাগ, বছরে প্রায় ১৮ লাখ টাকা।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় বার্ষিক আয়ের এই তথ্য দিয়েছেন প্রধান দুই দলের এ দুই প্রার্থী।
এমবিএ পাস আরাফাত কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। হলফনামার তথ্য অনুযায়ী, এ পেশা থেকে বছরে তার আয় ১ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৫ টাকা।
এর বাইরে ব্যাংকে আমানত থেকে তিনি বছরে সুদ হিসেবে পান ৯২ হাজার ৪৭৭ টাকা। আর তার ওপর নির্ভরশীলদের আয় ৩৮ লাখ ৭৮ হাজার ১৫৬ টাকা।
ব্যাংকে নিজের নামে তিন কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা থাকার তথ্য দিয়েছেন আরাফাত। এর বাইরে ডাকঘর, সঞ্চয়ী সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে তার ৩০ লাখ টাকার বিনিয়োগ আছে।
তার স্ত্রীর নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আছে এক কোটি ১০ লাক টাকা। এছাড়া আরাফাতের নামে ১ কোটি ২৯ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৯৯ টাকার শেযার আছে।