কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


অ্যাকুরিয়াম পরিষ্কার করার দিন

অ্যাকুরিয়ামের জলে নানা রঙের মাছের খেলা দেখতে কার না ভালো লাগে। বাজারে নানা ডিজাইন ও আকার-আকৃতির অ্যাকুরিয়াম আছে। বর্তমানে প্রায় সবার ঘরেই ছোট-বড় অ্যাকুরিয়াম থাকে।

অনেক শখ করেই সবাই অ্যাকুরিয়ামে নানা রঙের মাছ চাষ করেন। যদিও এর সঠিক যত্ন না নিলে, মাছের খাবার ও পানির গুণাগুণ ঠিক না থাকলে কিংবা মাছ অক্সিজেন না পেলে মারা যেতে পারে। এর পাশাপাশি অ্যাকুরিয়াম নিয়মিত পরিষ্কার রাখাও জরুরি। সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত মাছ বেঁচে থাকে।

আজ কিন্তু অ্যাকুরিয়াম পরিষ্কার করার দিন। যাদের ঘরে অ্যাকুরিয়াম আছে, তারা আচ ঝটপট এটি পরিষ্কার করে নিতে পারেন। তার আগে জানতে হবে ধাপে ধাপে কীভাবে পরিষ্কার করবেন কাচের অ্যাকুরিয়ামটি। রিইলো টিপস-

>> অ্যাকুরিয়ামে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা থাকলে আগে সেটি বন্ধ করুন। তারপর মাছগুলোকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিন সতর্কতার সঙ্গে।

>> এবার অ্যাকুরিয়ামের পানি তুলে ফেলুন। তারপর কাচের দেওয়ালগুলো পরিষ্কার করুন। একটি শৈবাল প্যাড যেমন লাইফগার্ডের অ্যাকোয়ারিয়াম শৈবাল প্যাড ব্যবহার করতে পারে। চাইলো পুরোনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন