কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


রাজশাহীতে ১৫৫ কেন্দ্রের ১৪৮টিই ‘ঝুঁকিপূর্ণ’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫৫টি কেন্দ্রে, যার মধ্যে ১৪৮টিকেই ‘ঝুঁকিপূর্ণ’ বলছে নির্বাচন কমিশন।

ভোট গ্রহণে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেছেন, “রাজশাহীতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪৮টিই ঝুঁকিপূর্ণ। সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।“

রাজশাহী সিটি নির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট নেওয়া হবে। নিরাপত্তা বিবেচনায় প্রতিটি কেন্দ্রকেই ‘গুরুত্বপূর্ণ’ বলছেন রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার আনিসুর রহমান।

তিনি বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সব কেন্দ্রে পুলিশ নিয়োগ করেছি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৬-৭ জন, আর সাধারণ কেন্দ্রে পাঁচজন করে পুলিশ রাখা হয়েছে।“

দেশে পাঁচ সিটি করপোরেশনে ধারাবাহিকভাবে যে নির্বাচন চলছে তার মধ্যে রাজশাহীতে ভোট হবে বুধবার। এই ভোট সামনে রেখে গত ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকে প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন