You have reached your daily news limit

Please log in to continue


যে অর্থনীতিবিদকে আমরা স্মরণ করব সব সময়

ভুল না হলে, অধ্যাপক নুরুল ইসলামের সঙ্গে আমার পরিচয় ২০১০ সালে। যোগসূত্র ছিলেন আজকের বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। তারপর থেকেই আমাদের পত্রিকা প্রথম আলো আর প্রথমা প্রকাশনার সঙ্গে অধ্যাপক ইসলামের সঙ্গে যোগাযোগ বাড়ে। ২০১৪ ও ২০১৯ সালে দুবার যুক্তরাষ্ট্রে গেলে শুধু তাঁর সঙ্গে দেখা করতেই ওয়াশিংটনে যাই। একবার তাঁর বাসায়, আরেকবার তাঁর আইএফআরআই অফিসে দীর্ঘ আলোচনা হয়।

আমরা প্রথমা প্রকাশন থেকে তাঁর চারটি বই প্রকাশ করেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান অডিসি: দ্য জার্নি অব মাই লাইফ। প্রকাশ করি ২০১৭ সালে। বইটি যখন লেখেন, তখন তিনি নব্বই ছুঁই ছুঁই। দুটি সংস্করণ হয়েছে বইটির। তাঁর শেষ বই আমরা প্রকাশ করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: কাছ থেকে দেখা। প্রকাশিত হয় ২০২০ সালে। লিখেছেন বাংলায়। ইতিমধ্যে চারটি মুদ্রণ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন