ষড়যন্ত্র নয়, ভরসা থাকুক আন্দোলনে
আমি একটু বোকা ধরনের মানুষ। মনে করি, যেটা আমার দরকার, সেটা যদি ন্যায্য হয়; তবে সেটা চাইতে হবে কেন। সেটা তো এমনিতেও পাওয়া উচিত, পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, দাবি যতই ন্যায্য হোক, সেটা চাইতে হবে, প্রয়োজনে আদায় করতে হবে। আর চাহিদা এবং ন্যায্যতা বিষয়টাও আপেক্ষিক। কারও চাহিদা দু’বেলা দু’মুঠো ভাত। কারও চাহিদা বিকেলে ফাইভস্টার হোটেলে আড্ডা।
আমাদের সৃষ্টিকর্তা, যিনি অন্তর্যামী; তার কাছেও কিন্তু আমাদের চাইতে হয়। শিশু না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।' বঙ্গবন্ধু মহান বলেই ন্যায্যতার পক্ষে দাঁড়িয়েছিলেন, এমনকি ন্যায্য কথা একজন মানুষ বললেও তার পক্ষে থাকার অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখন আর কেউ ন্যায্যতার কথা বলেন না, ন্যায্যতার পক্ষে দাঁড়ান না। এখন গায়ের জোরে বা কখনো কখনো সংখ্যাগরিষ্ঠতার জোরেও দাবি আদায় হয়ে যায়; সেই দাবি ন্যায্য হোক বা অন্যায্য।