কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লন্ডনে থাকা সম্পদের তথ্য দেননি আ. লীগের প্রার্থী

প্রথম আলো সিলেট মেট্রোপলিটন প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০৮:৩৬

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর নামে বাড়ি রয়েছে লন্ডনে। সেখানে একটি রেস্তোরাঁর মালিকানায়ও রয়েছেন আনোয়ারুজ্জামান। সিলেট সদরের পাঠানটুলা এলাকার বাসিন্দা আনোয়ারুজ্জামান দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আনোয়ারুজ্জামান যে হলফনামা জমা দিয়েছেন, তাতে যুক্তরাজ্যে তাঁর এসব সম্পত্তির তথ্য উল্লেখ করেননি। হলফনামায় তিনি যে অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন, তার মধ্যে আছে নগদ ৪১ লাখ ৮৪ হাজার ৮৪৮ টাকা, ৪৭ ভরি স্বর্ণ (স্ত্রীর নামে), দুটি টেলিভিশন, একটি ফ্রিজ, দুটি এসি ও আসবাব। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে তিন বিঘা কৃষিজমি, ২৩ শতক অকৃষিজমি, একটি দালান ও একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট।


হলফনামায় আনোয়ারুজ্জামান চৌধুরী আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন, বছরে কৃষি থেকে আয় ১ লাখ টাকা, ব্যবসা থেকে ১ লাখ ৪৭ হাজার ৫৪২ টাকা এবং বাড়ি/অ্যাপার্টমেন্ট/দোকান বা অন্যান্য ভাড়া হিসেবে আসে ৪৭ হাজার ৫৪২ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও