চোরাই গরু কী উপায়ে আসিতেছে?

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ১৯ জুন ২০২৩, ০২:০১

বাংলাদেশের জাতীয় একটি উৎসব কি চোরাকারবারিদের মওকা হইয়া উঠিল? কোরবানির ঈদ সামনে রাখিয়া চোরাই পথে ভারত ও মিয়ানমার হইতে গরু আসিবার খবরটি আমাদিগকে উদ্বিগ্ন করিয়াছে। চোরাই গরু দেশে আনিয়া সীমান্ত হাটে প্রকাশ্যে বিক্রয় করিলেও তাহাদের আইনের আওতায় কেন লওয়া হইতেছে না? এইবার কোরবানির জন্য ২১ লক্ষাধিক দেশীয় গরু প্রস্তুত। এই জন্য খামারি ও কৃষকদের ধন্যবাদ দিতেই হয়। কিন্তু তাঁহাদের মেহনতের ফলে বখরা বসাইতেছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী।


কয়েক বৎসর ধরিয়া গরু আমদানি বন্ধ থাকিলেও প্রতিবছর কোরবানিতে চাহিদা মিটাইবার পরও ২০ লক্ষাধিক গরু উদ্বৃত্ত থাকে বলিয়া সমকালে প্রকাশিত সংবাদে বলা হইয়াছে। সীমান্ত রক্ষা বাহিনী তৎপর থাকিলে এবং কতিপয় সদস্যের অশুভ আঁতাত বন্ধ হইলে চোরাকারবারিদের বাণিজ্য বন্ধ করা যাইতে পারে। কিন্তু ওই ‘তৎপরতা’রই বড় অভাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও