ফিলিপাইনে ফেরিতে আগুন, ১২০ আরোহী জীবিত উদ্ধার

ডেইলি স্টার ফিলিপাইন প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১৬:২২

ফিলিপাইনে মাঝ সমুদ্রে এমভি এস্পেরানজা স্টার ফেরিতে আগুন ধরে যায়। তবে দেশটির কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা ফেরির ১২০ যাত্রীর সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।


আজ রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।


ফেরিতে ৬৫ যাত্রী ও ৫৫ জন কর্মকর্তা ও ক্রু সদস্য ছিলেন। দক্ষিণের সিকুইজোর দ্বীপ থেকে নিকটবর্তী বোহোল দ্বীপে যাওয়ার সময় ফেরিতে অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কোস্ট গার্ড বাহিনী।


কোস্ট গার্ডের দমকলকর্মীরা আরেকটি জাহাজ থেকে জলকামান ব্যবহার করে ফেরির আগুন নিয়ন্ত্রণে আনেন। কোস্ট গার্ডের মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো আগুনের কারণ জানা যায়নি।


উদ্ধারকৃত যাত্রী ও ক্রুদের শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফেরির পাশে কোস্ট গার্ডের ২টি জাহাজ এখনো অবস্থান করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও