কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্রোয়েশিয়া নাকি স্পেন, নেশন্স লিগের শিরোপা কার?

সমকাল নেদারল্যান্ডস প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১১:০১

নেশন্স লিগের ফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও ক্রোয়েশিয়া। নেদারল্যান্ডসের রটারডামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে। 


এখন পর্যন্ত দুই দল ৯ বার একে অন্যের বিপক্ষে মাঠে নেমেছে, যেখানে ক্রোয়েশিয়া জয় পায় তিনটিতে। আর স্পেনের জয় পাঁচটিতে। বাকি ম্যাচটি ড্র হয়। সর্বশেষ ২০২১ সালের জুনে ইউরোতে মুখোমুখি হয়েছিল তারা। সে ম্যাচে ক্রোয়াটদের ৫-৩ গোলে হারায় স্পেন। 


নেশন্স লিগের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে ১১.৩ মিলিয়ন ডলারের আর্থিক পুরস্কার। ক্রোয়েশিয়ার জন্য ব্যাপারটা নতুন হলেও গতবারের ফাইনাল হারের টাটকা ক্ষত বয়ে বেড়াচ্ছে স্পেন। গত আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে স্প্যানিশরা। ক্রোয়েশিয়া এর আগে বিশ্বকাপ ফাইনালও খেলেছে কিন্তু এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। অন্যদিকে স্পেন ২০১২ ইউরো জেতার পর থেকে শিরোপা খরায় ভুগছে। তাই এবারের নেশন্স লিগের শিরোপা জেতার জন্য দুই দলই মরিয়া থাকবে। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত একবার ফাইনালে উঠেছে স্পেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও