বরিশালে অগ্নিকাণ্ডে ৫ ঘর পুড়ে ছাই
বরিশাল নগরীর গগনগলি এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গগনগলি এলাকায় একটি বাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশাল নগরীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পাঁচটি ঘর পুড়ে যায়।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় তাদের এক সদস্যকে কে বা কারা মারধর করেছে বলে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লে কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অনেক ঘর-বাড়ি অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়। তাৎক্ষণকিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অগ্নিকাণ্ড
- বসতঘরে আগুন