ডায়াবেটিসের কারণেও চুল পড়তে পারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২২:০৯

ডায়াবেটিসের কারণে চুল পড়া সমস্যা রোধ করা যায়।


তবে কী কারণে চুল পড়ছে সেটাও অনুসন্ধান করা জরুরি।


‘হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ের তথ্যানুসারে, দৈনিক ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। চুল পড়ার মাত্রা এর চেয়ে বেশি হলে তা চিরুনি, কাপড়, মেঝে ও সিংকেও দেখা যাবে।


এই বিষয়ে ভারতের গুরুগ্রামেস অবস্থিত ‘পরশ হেল্থ’য়ের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মানদ্বীপ সিং হেল্থ শটস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “নারীদের বয়স বাড়ার সাথে সাথে চুল পড়ার প্রবণতা বাড়ে। তবে সবসময় এর জন্য বয়সকে দোষ দেওয়া যায় না।”


নানান স্বাস্থ্যগত সমস্যা যেমন- ডায়াবেটিস চুল পড়ার অন্যতম কারণ হতে পারে।


ডায়াবেটিস থেকে চুল পড়ার সমস্যা


ডায়াবেটিস একটা দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ যা রক্তে গ্লুকোজ বা শর্করার উচ্চ মাত্রার কারণে হয়ে থাকে।


ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন’য়ের মতে, ডায়াবেটিস সময়ের সাথে সাথে চোখ, হৃদপিণ্ড, কিডনি, রক্তনালী ও স্নায়ুর মারাত্মক ক্ষতি করে থাকে।


রক্ত সঞ্চালনে সমস্যা


ডা. সিং বলেন, “উচ্চ মাত্রায় রক্তের শর্করা রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন কমায়। ফলে চুলের ফলিকলে পুষ্টি ও অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। চুলের বৃদ্ধির জন্য ফলিকল সুস্থ থাকা আবশ্যক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও