ব্রাজিল-গিনি ম্যাচ মনে করিয়ে দিচ্ছে ৪১ বছর আগের ‘সারিয়া ট্র্যাজেডি’

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ২০:৩৬

সেদিন সারিয়া স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৪৪ হাজার দর্শক। বিশ্বব্যাপী টিভিতে কতজন দর্শক ম্যাচটি দেখেছেন, সে হিসাব নেই। তবে সেই ম্যাচের স্মৃতিচারণায় অনেকেই বলেন, বিশ্বকাপের ইতিহাসে ওটাই নাকি সেরা ম্যাচ!


আবার কেউ কেউ এক কাঠি সরেসও। আগ বাড়িয়ে দাবি করে বসেন, এটাই ফুটবল ইতিহাসের সেরা ম্যাচ। আর গত ৪১ বছরে সে ম্যাচের একটি নামও পাকাপোক্ত ভিত গড়ে নিয়েছে ইতিহাসের পাতায়—‘ত্রাজেদিয়া দো সারিয়া’ বা বাংলায় ‘সারিয়া ট্র্যাজেডি’।


ব্রাজিলের পাঁড়ভক্তদের এতক্ষণে বুঝে ফেলার কথা কোন ম্যাচের কথা বলা হচ্ছে। ১৯৮২ স্পেন বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা দলগুলোকে ৪টি গ্রুপে ভাগ করা হয়েছিল। ‘সি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি। বিদায়ঘণ্টা বেজেছিল ব্রাজিলের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও