কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানে ফিরতে চলেছেন নওয়াজ শরিফ? দাদার হাতে ক্ষমতা তুলে দিতে চান প্রধানমন্ত্রী শাহবাজ়

আনন্দবাজার (ভারত) পাকিস্তান প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১৭:৪৯

দীর্ঘ দিন পরে নওয়াজ শরিফ কি পাকিস্তানে ফিরতে চলেছেন? জল্পনা উস্কে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী তথা নওয়াজের ভাই শাহবাজ় শরিফ সম্প্রতি জানিয়েছেন, তিনি দাদার ফেরার জন্য অপেক্ষা করছেন। দলের অভ্যন্তরীণ একটি বৈঠকে শাহবাজ় জানিয়েছেন, পাকিস্তানের অন্যতম শাসকদল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর দায়িত্ব তিনি নওয়াজের হাতে তুলে দিতে চান। পাকিস্তানের সংবাদমাধ্যম জিয়ো নিউজ়ের একটি প্রতিবেদনে তেমনটাই উল্লিখিত হয়েছে। চলতি বছরের শেষের দিকেই সাধারণ নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে।


তার আগে দলের কাউন্সিল বৈঠকে শাহবাজ় জানান, দলের সভাপতি হিসাবে তো বটেই, প্রধানমন্ত্রী পদেও দাদা নওয়াজকে দেখতে চাইছেন তিনি। নওয়াজ যদি সত্যিই পাকিস্তানে ফেরেন, তবে চতুর্থ বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি। দলীয় বৈঠকে পাক প্রধানমন্ত্রী বলেছেন, “নওয়াজ শরিফ দেশে ফিরলে দেশের রাজনৈতিক মানচিত্র পুরো বদলে যাবে।” আরও পড়ুন: ভাঙড়ের পর এ বার ভোট ঘিরে ‘সন্ত্রস্ত’ ক্যানিংয়ে যাচ্ছেন রাজ্যপাল বোস, বাতিল নির্ধারিত কর্মসূচি ভোটে কেন্দ্রীয় বাহিনী ঘিরে মামলা ও বিতর্কের মধ্যেই রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল পানামা পেপারকাণ্ডে নাম জড়ানোয় ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হন নওয়াজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও