কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংকটে ম্লান সাফল্যের গল্প

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১০:৩৩

আগামী জাতীয় নির্বাচনের আগের যেখানে সরকারি দল আওয়ামী লীগ নিজেদের সাফল্যের বার্তা নিয়ে হাজির হবে জনগণের দোরগোড়ায়, সেখানে বিদ্যুৎ, গ্যাস, ডলার, নিত্যপণ্যের বাজার নিয়ে বিব্রত তারা। সংসদ সদস্যরা এলাকায় যেতে কুণ্ঠাবোধ করছেন এমন খবর সংবাদমাধ্যমে এসেছে। তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটির সাফল্য এবারের নির্বাচনী বছরে এসে ম্লান হয়ে গেছে।


এ বিষয়ে আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, সাফল্য ম্লান হয়নি। সংকট তৈরি হয়েছে কভিড মহামারীর পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন, এখন সংকটের জন্য এসব কারণকে সামনে আনলে তা মানুষ গ্রহণ করবে না। বরং স্বীকার করতে হবে যে, সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার ঘাটতি ছিল বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।



বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় বিদ্যুতের লোডশেডিং, কয়রা ও গ্যাস সংকটে একের পর এক কেন্দ্র বন্ধ হয়ে যাওয়া, ডলার সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা। এসব কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া দুর্নীতি ও অর্থ পাচারের মতো ঘটনা তো আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও