বর্ষায় ত্বক অনুযায়ী যত্ন

দেশ রূপান্তর প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১০:২৫

বৃষ্টির সময়ে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকার কারণে ত্বকে প্রভাব পড়ে। তাই বর্ষার সময়টাতে ত্বকের ধরন অনুসারে যত্ন করতে হবে। পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ নাহিন ইসলাম


বর্ষার সময় অ্যালোভেরা, হলুদ, চন্দন এবং নিমের মতো শীতল, প্রশান্তিমূলক প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। এগুলো অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসমৃদ্ধ। যা ত্বকের গভীরে পৌঁছে ত্বক পরিষ্কার এবং ত্বকে তেল উৎপাদনে ভারসাম্য বজায় রাখতে সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত।


শুষ্ক : যাদের শুষ্ক ত্বক তারা ভাবেন বৃষ্টির পানি ত্বকের তেমন ক্ষতি করতে পারবে না। অথচ বৃষ্টির পানির ক্লোরিন ত্বক প্রদাহ, লালচেভাব এবং নিস্তেজ করে দেয়। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে যত্ন নিতে হবে। বৃষ্টির পানিতে যদি ত্বক ভিজে যায় তবে ব্যাকটেরিয়ার বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করতে, নিম বা হলুদযুক্ত অ্যান্টি-ব্যাকটেরিয়াল ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। দ্রুত ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে তাজা ফুলের তৈরি ঠান্ডা টোনার দিনে দুই থেকে তিনবার মুখে স্প্রে করতে পারেন। অনেকেই ভাবেন, বর্ষাকালে সূর্যের অত তাপ নেই। তাই সানস্ক্রিন ব্যবহার জরুরি না। কিন্তু হালকা টেক্সচারযুক্ত, প্রাকৃতিক সানস্ক্রিন এই সময়টায় বেছে নিতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও