কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামাজিক সুরক্ষা কার্যক্রম দারিদ্র্য হ্রাসে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছে?

বণিক বার্তা মো. আবদুল লতিফ মন্ডল প্রকাশিত: ১৭ জুন ২০২৩, ১০:২০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১ জুন জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে প্রস্তাবিত মোট বরাদ্দ ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার মধ্যে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা সামাজিক সুরক্ষা কার্যক্রমের জন্য বরাদ্দের প্রস্তাব করেছেন, যা মোট বাজেটের ১৬ দশমিক ৫৮ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ।


চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত ১ লাখ ১৩ হাজার ৫৭৬ কোটি টাকা বরাদ্দের তুলনায় আগামী ২০২৩-২৪ অর্থবছরে এ খাতে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ১৩ হাজার ৬৯৬ কোটি টাকা বেশি। গত কয়েক অর্থবছরের বাজেটে সুরক্ষা কার্যক্রমে বরাদ্দের পরিমাণ পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেক বছর বাজেটে বরাদ্দের পরিমাণ কিছুটা বেড়েছে। পাশাপাশি এটাও সত্য, প্রতি বাজেটে উপকারভোগীর সংখ্যাও বেড়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম দারিদ্র্য হ্রাসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পন্থা হলেও বাংলাদেশের বাজেটে উপকারভোগীদের মাথাপিছু বরাদ্দের পরিমাণ অতিসামান্য পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতির কারণে উপকারভোগীদের অবস্থার কোনো পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না। সামাজিক সুরক্ষা কার্যক্রম দেশে দারিদ্র্য হার হ্রাসে কাঙ্ক্ষিত ভূমিকা সবিশেষ আলোচনার দাবি রাখে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও