![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2023/Jun/1686971686_boris.jpg)
বরিসের পরে কে, ভোট ২০ জুলাই
করোনায় লকডাউন বিধি ভেঙে পার্টি করার জের পিছু ছাড়ছে না বরিস জনসনের। প্রবল চাপের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন আগেই। গত শুক্রবার এমপি-র পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি।
আপাতত বরিসের ছেড়ে দেওয়া এমপি আসনের জন্য নতুন করে ভোট হবে ২০ জুলাই। ওই আসনে বেছে নেওয়া হবে নতুন এমপিকে। তবে তাতে মোটেই চাপা পড়ছে না তদন্ত। ব্রিটেন জুড়ে হইচই ফেলে দেওয়া পার্টিগেট কেলেঙ্কারির তদন্তে গত কাল ১০৬ পাতার রিপোর্ট জমা করেছে পার্লামেন্টের তদন্তকারী প্রিভিলেজেস কমিটি। তারা জানিয়েছে, কমিটিকে ইচ্ছাকৃত ভাবে ভুল পথে চালিত করেছেন বরিস।