‘ভাইরাল’ রোগের অ্যান্টিভাইরাস দরকার
‘ভাইরাল’ শব্দটির সঙ্গে বাংলাদেশের নিরক্ষর প্রাপ্তবয়স্ক মানুষদেরও পরিচয় ঘটে গেছে। শব্দটির মানে কী, কোত্থেকে এলো, শব্দটি বাংলা না ইংরেজি– অনেকেরই অজানা। রিকশায় চড়েছিলাম। চালককে এটা-ওটা কিছু কথা জিজ্ঞেস করাতে তিনি আলাপে স্বচ্ছন্দ হয়ে এলেন। জিজ্ঞেস করলেন– ভাই, রিফাতের ভিডিও ভাইরাল হয়েছে, জানেন? উত্তরে বললাম, সে তো তিন-চার বছর আগের কথা। আমি ভুল করছি, সেটিও বুঝে ফেললেন। বললেন– না ভাই, মিন্নির প্রেমিক রিফাতকে যে খুন করেছিল, সেই ভাইরাল ভিডিও না। কয়েক দিন আগে মাদ্রাসার একটা বাচ্চা সানডে ধান দে বলেছিল যে, তার কথা জিজ্ঞেস করেছি। বললাম, বুঝতে পেরেছি, দেখেছি। কিন্তু কী হয়েছে, বললেন?
–ভাইরাল।
–ভাইরাল কী, ভাই?
–যেটা ম্যালা মানুষ শোনে, দ্যাখে। যেইটা নিয়া সবাই কথা বলে, সেইটা।
–বুঝেছি। ভাইরাল হওয়া কি খুব ভালো?
চালক বেশ খানিকটা ভেবেচিন্তে বললেন, এক জিনিস নিয়ে বেশি মাতামাতি মনে হয় বেশি ভালো না।
- ট্যাগ:
- মতামত
- অ্যান্টিভাইরাস
- ভাইরাল