You have reached your daily news limit

Please log in to continue


চাষাঢ়ায় ফুট ওভারব্রিজ চাই

ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার চাষাঢ়া মোড় একটি গুরুত্বপূর্ণ স্থান। সাইনবোর্ড-চাষাঢ়া, চিটাগং রোড-চাষাঢ়া, পঞ্চবটি-চাষাঢ়া, কাশীপুর-চাষাঢ়া– চারটি বড় সড়কসহ বেশ কয়েকটি ছোটখাটো সড়ক এসে মিলিত হয়েছে চাষাঢ়া মোড়ে। প্রতিদিন অনেক লোকের সমাগম হয় স্থানটিতে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হন তাঁরা। জেলা সদর হওয়ায় এখানে রয়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও স্থাপনা। সিটি করপোরেশন হওয়ায় নারায়ণগঞ্জ বড় শহরের দিকে অগ্রসর হচ্ছে।

আবার রাজধানীর সবচেয়ে কাছের জেলা শহর হিসেবে বাসিন্দারা জরুরি কাজে ঢাকায় যাতায়াত করেন। ফলে চাষাঢ়া মোড়ে প্রতিনিয়ত হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন