উত্তাল মণিপুর, শান্তি ফিরছে না কেন?
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য ফের উত্তাল। এক মাসের বেশি সময় ধরে চলা সংঘর্ষ যেন থামছেই না। গত বুধবার মণিপুর মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য কাংপোকপি কেন্দ্রের বিধায়ক নেমচা কিপগেনের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ছাড়া একইদিনে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এরপরের দিন গতকাল বৃহস্পতিবারও রাজধানী ইম্ফলের একটি বাজার এলাকায় বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হয়েছে। স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন, হামলাকারীদের আটকাতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সহিংসতায় নিহতরা সবাই মেইতেই জনগোষ্ঠীর সদস্য। মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এখনও পর্যন্ত ১০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন তিন শতাধিক।