গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডব, নিহত ২
ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এতে দুইজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যটিতে শতাধিক গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন।
শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়ে রাজস্থানের ওপর দিয়ে বয়ে যেতে পারে। খবর এনডিটিভিরগুজরাট রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টিরও বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। এতে প্রায় ৯৪০টি গ্রামে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভাবনগর জেলায় প্লাবিত উপত্যকায় আটকে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ধীরে ধীরে দুর্বল হয়ে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।