টাকা কি বাতাসে খেয়েছে
মেসার্স পোটন ট্রেডার্সের বিরুদ্ধে ৫৮২ কোটি টাকার সার আত্মসাতের বিষয়ে নির্ধারিত সময়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল না করায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। বিসিআইসির আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেছেন, টাকা কী বাতাসে খেয়েছে? কারা এ কেলেঙ্কারির সঙ্গে জড়িত, কারা এ টাকা আত্মসাৎ করেছে সুনির্দিষ্ট করে তাদের নাম দিন।
এ-সংক্রান্ত রুলের ওপর শুনানিতে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। বিসিআইসির পক্ষে আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করা হয়। এ সময় আদালত উষ্মা জানিয়ে এমন মন্তব্য করেন। আদালতে বিসিআইসির পক্ষে শুনানি করেন মোল্লা কিসমত হাবিব। দুদকের পক্ষে শুনানি করেন মো. খুরশীদ আলম খান। পরে আদালত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ জুলাই সময় নির্ধারণ করেন।