নাভিতে হার্নিয়া হলে কীভাবে বুঝবেন, চিকিৎসা কী?
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ০৮:০৩
নাভিতে হার্নিয়া বা আম্বিলিক্যাল হার্নিয়া একটা পরিচিত সমস্যা। নাভি বা নাভির চারপাশে পেটের দেয়ালের পেশিতে দুর্বলতা থাকলে নাভির হার্নিয়া হয়। এই দুর্বলতা জন্ম থেকেই থাকতে পারে বা বিভিন্ন কারণে পরবর্তীকালেও দেখা দিতে পারে।
নাভিতে হার্নিয়া বা আম্বিলিক্যাল হার্নিয়া একটা পরিচিত সমস্যা। এই স্থানে হার্নিয়া হলে পেটের পেশির দুর্বল জায়গা দিয়ে অন্ত্র বা ফ্যাটি টিস্যু স্ফীত হয়ে বেরিয়ে আসে। নাভি বা নাভির চারপাশে পেটের দেয়ালের পেশিতে দুর্বলতা থাকলে নাভির হার্নিয়া হয়। এই দুর্বলতা জন্ম থেকেই থাকতে পারে বা বিভিন্ন কারণে পরবর্তীকালেও দেখা দিতে পারে। যেসব কারণ ঝুঁকি বাড়ায় সেসব হলো স্থূলতা, গর্ভাবস্থা, দীর্ঘস্থায়ী কাশি বা হাঁচি, মলত্যাগের সময় স্ট্রেনিং বা অতিরিক্ত চাপ প্রয়োগ, ভারোত্তোলন, আগে পেটের সার্জারির ইতিহাস বা জেনেটিক কারণ।