কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাণিজ্য সুবিধা কূটনীতি আর লবিস্টই ভরসা

সমকাল প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ০৯:০১

বাংলাদেশ ইস্যুতে পশ্চিমা বিশ্বের একের পর এক নেতিবাচক চিঠিকে চাপ হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। প্রকাশ্যে গুরুত্ব না দিলেও নেতিবাচক প্রচারণা ঠেকাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকার ও ক্ষমতাসীন দলের তরফ থেকে। বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা ঠেকাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ব্যবসাকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা। সেই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি লবিস্ট নিয়োগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আওয়ামী লীগ। ঢাকার তরফ থেকে নেতিবাচক প্রচারণার ব্যাখ্যা সংশ্লিষ্ট পক্ষগুলোকে দেওয়া হচ্ছে।


সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে সরব যুক্তরাষ্ট্রের ১২ কংগ্রেসম্যান ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকজন সংসদ সদস্য। বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ১২ জুন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা দপ্তরের হাই রিপ্রেজেন্টেটিভ ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেলকে চিঠি দিয়েছেন সংস্থাটির ছয় সংসদ সদস্য। একই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনকে ৮ জুন চিঠি লেখেন ছয় কংগ্রেসম্যান। এ ছাড়া গত ২৫ মে আরও ছয় কংগ্রেসম্যান এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এমন চিঠি দিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও