শাসক শ্রেণিকে দায়ী করছে বামপন্থি দলগুলো
বাংলাদেশে নির্বাচন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিদেশিদের নাক গলানোকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে বামপন্থি দলগুলো। তবে হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি করায় দেশের শাসক শ্রেণিকে দুষছে এসব দল। দলগুলোর মতে, আওয়ামী লীগ, বিএনপিসহ শাসক শ্রেণির নতজানু নীতি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের এমন হস্তক্ষেপের সুযোগ করে দিচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে সরকারি দল এবং ক্ষমতায় যেতে বিরোধী দলগুলো বিদেশিদের কাছে ধরনা দেয়। তারাই দেশের রাজনৈতিক ও অন্যান্য বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের আহ্বান জানায়।
বাংলাদেশে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় এমপি ও মার্কিন কংগ্রেসম্যানদের পৃথক চিঠি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।