![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F34a1ca18-987b-4031-87a1-629ccd32714a%252Feditorial.png%3Frect%3D0%252C0%252C1600%252C900%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D700)
একটা সময় দেশে বড় বড় যৌনপল্লি থাকলেও কালের পরিক্রমায় নানা বাস্তবতায় বেশির ভাগই হারিয়ে গেছে। কয়েকটির অস্তিত্ব টিকে আছে, তার মধ্যে দেশের বৃহত্তম যৌনপল্লিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত।
যৌনপল্লিতে জন্ম নেওয়া কন্যাশিশুদেরও অনেকের সেই কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। যৌনপল্লির নারীদের দুরবস্থা নিয়ে কমবেশি আলোচনা সব সময়ই হয়।
কিন্তু সেখানে জন্ম নেওয়া শিশুদের ভবিষ্যৎ কী হবে, সেটা অমীমাংসিতই থেকে যায়। শুধু কন্যাশিশু নয়, ছেলেশিশুরাও এখানে বড় হয়ে ওঠে অনিরাপদভাবে। রাষ্ট্র ও সরকারের যথেষ্ট করণীয় থাকলেও তা অনুপস্থিত। বিষয়টি খুবই হতাশাজনক।
- ট্যাগ:
- মতামত
- আবাসন ব্যবসা
- আবাসন খাত
- যৌনপল্লি