কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘মিটমাট করে নিয়েছি’, মিকার বিরুদ্ধে জোর করে চুমু খাওয়ার অভিযোগ তুলে নিলেন রাখি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৬ জুন ২০২৩, ০৮:১৮

রাখি সবন্তকে জোর করে চুমু খাওয়ার অভিযোগে গায়ক মিকা সিংহের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল ২০০৬ সালে। রাখিরই জমা দেওয়া হলফনামায় বৃহস্পতিবার সেই মামলা তুলে নিল বম্বে হাইকোর্ট। বিচারপতি এ এস গড়করি এবং এস জি ডিজের ডিভিশন বেঞ্চ রাখির আবেদন বিবেচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।


হলফনামায় রাখি জানিয়েছেন যে তিনি এবং মিকা বিষয়টির সৌহার্দ্যপূর্ণ ভাবে সমাধান করেছেন। লিখেছেন, “আমাদের সমস্ত মতপার্থক্য বন্ধুত্বপূর্ণ ভাবে সমাধান করেছি। আমরা বুঝতে পেরেছি যে ভুল বোঝাবুঝির কারণেই সবটা অহেতুক জটিল হয়েছিল।” মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৫৪ (শ্লীলতাহানি) এবং ৩২৩ (হামলা) এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। ১১ জুন, ২০০৬ সালে সেটি নথিভুক্ত করা হয়েছিল। মুম্বইয়ের এক রেস্তরাঁয় মিকার জন্মদিনের পার্টিতে ঘটনাটি ঘটেছিল। একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে রাখিকে জোর করে চুমু খেতে দেখা গিয়েছিল মিকাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও