You have reached your daily news limit

Please log in to continue


গণতন্ত্র শক্তিশালী করতে ডেটা সায়েন্স যে ভূমিকা রাখতে পারে

আজকের বিশ্ব ডেটা সায়েন্স বা উপাত্ত বিজ্ঞানের জয়জয়কার। প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহারের মাধ্যমে শ্রেয়তর নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করে উৎপাদনশীলতা ও সিদ্ধান্তের কার্যকারিতা বাড়ানো সম্ভব। এই লেখায়, বিশেষ করে জাতীয় ইস্যুগুলোয় সংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত গ্রহণে কীভাবে ডেটা সায়েন্স ব্যবহার করা যায়, শ্রেয়তর রাজনৈতিক পরিবেশ, পদ্ধতি তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা করব।

এক. নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা, জনসংখ্যা অনুসারে নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ, যোগ-বিয়োগ করা, যাতে নির্বাচনী এলাকাগুলোয় ভোটার সংখ্যার যথাসাধ্য সমতাবিধান করা যায়। কমিশনের বাইরে থেকে এ বিষয়ে কমিশনের তৎপরতা মোটেই দৃশ্যমান নয়। অথচ এখানে কম্পিউটারবিজ্ঞানের অনেক অ্যালগরিদম ব্যবহার করে এর সমতা বিধানের চেষ্টা করা যেতে পারে। উল্লেখ করা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ভোটার সংখ্যার অনুপাতে ৫০টি অঙ্গরাজ্যে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভাগ করে দেওয়া যায়, তার জন্য তারা নিরন্তর গবেষণা করে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন