![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252Ffaed1d27-3c2a-4838-bcd1-064ecad15eb1%252FDU_Protest.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর, মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠানামার পথে অবরোধ
চার সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাজধানীর আনন্দবাজারসংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার মুখের রাস্তা দুই ঘণ্টার মতো অবরোধ করে রেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর তাঁরা এই অবরোধ করেন। এতে হানিফ ফ্লাইওভারে ওঠানামার সড়কসহ আশপাশের সব সড়কে যান চালাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীরা সন্ধ্যায় বিনা কারণে অমর একুশে হলের চার ছাত্রকে মারধর করেছেন। ওই ছাত্ররা ছাত্রলীগের সঙ্গে যুক্ত। এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী থেকে পলাশীমুখী সড়কের মুখ (ফ্লাইওভারে ওঠার স্থান) অবরোধ করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ৩ সপ্তাহ আগে