৩৭০ রানের লিড নিয়ে দিন পার বাংলাদেশের

www.ajkerpatrika.com শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৮:১৪

বাংলাদেশের দিনের শুরুটা ছিল কিছুটা হতাশার। প্রথম দিন ৫ উইকেটে ৩৬২ রান করা স্বাগতিকদের সুযোগ ছিল প্রথম ইনিংসের স্কোরটা আরও বাড়ানো। কিন্তু দ্বিতীয় দিন প্রথম সেশনেই ২০ রানে পরের ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানেই থেমে যায় প্রথম ইনিংস। 


তাতে অবশ্য বাংলাদেশের তেমন কিছু হারানোর ছিল না। ইবাদত হোসেন-শরীফুল ইসলামদের অগ্নিঝরা বোলিংয়ে আফগানিস্তানকে ১৪৬ রানেই গুটিয়ে দেয় তারা। সর্বসাকল্যে নাজমুল হোসেন শান্তর ইনিংসের সমানই প্রথম ইনিংসের রান হয়েছে আফগানদের। ২৩৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশ সফরকারীদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসও দারুণ ব্যাটিং করছে। 


দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪ রান। এখন পর্যন্ত বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৭০ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শান্ত দ্বিতীয় ইনিংসেও ৫৪ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে জাকির হাসান ৫৪ রানে অপরাজিত। ১৭ রানে আউট হয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও