ডলার রিজার্ভে গুরুতর ঘাটতিতে ভুটান

ঢাকা পোষ্ট ভুটান প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৭:৪৫

হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ ভুটানের ডলারের রিজার্ভ আশঙ্কাজনক হারে কমে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটির (আরএমএ) বুধবার এক বিবৃতিতে আরএমএ জানিয়েছে, গত ২০২২ সালের জুন মাসে বিদেশি মুদ্রার যে রিজার্ভ ছিল, সে তুলনায় চলতি বছর তা নেমে এসেছে প্রায় অর্ধেকে।


কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতির তথ্য অনুসারে, ২০২২ সালের জুন মাসে ১৩৩ কোটি ২০ লাখ ডলারের রিজার্ভ বা মজুত ছিল ভুটানের, যা দেশটির ১৫ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।


কিন্তু চলতি জুনে এই মজুত নেমে এসেছে ৮৩ কোটি ৩০ লাখ ডলারে।  


সাধারণভাবে একটি দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ থাকতে হয়। সেই হিসেবে ভুটানের মজুত যা আছে— তাতে তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।


তবে হিমালয় পর্বতমালা এবং চীন ও ভারত— বৃহৎ দুই প্রতিবেশী পরিবেষ্টিত এই দেশটির সার্বিক উৎপাদন ব্যবস্থা অন্যান্য দেশের তুলনায় খানিকটা ভিন্ন। ভুটানের সংবিধান অনুসারে, সরকারকে অবশ্যই ন্যূনতম ১২ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ রাখতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও