‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াইয়ে আরাফাত, হিরো আলমের ‘প্রতিবাদ’

বিডি নিউজ ২৪ আগারগাঁও প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৭:০৭

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত। জানালেন, তার প্রতিদ্বন্দ্বিতা ‘অদৃশ্য শক্তির’ সঙ্গে। কৌশলের কারণে সেই শক্তি সশরীরে ভোটে নেই, তবে আসলে তারা ‘লড়াইয়ে আছে’।


আওয়ামী লীগের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠানের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমও।


জাতীয় পার্টির দুই পক্ষের দুই প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন।


বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কাছে আগ্রহীরা মনোনয়ন জমা দেন।


এই আসনের জন্য মনোনয়নপত্র কিনেছিলেন মোট ২০ জন। জমা পড়া মনোনয়ন বাছাই হবে আগামী রোববার। বৈধ মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ আছে ২৫ জুন পর্যন্ত। তার পর দিন হবে প্রতীক বরাদ্দ।


আগামী ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে আসনটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও