বাথরুমে একসঙ্গে স্নান করতে গিয়ে বিপত্তি! দমবন্ধ হয়ে মৃত্যু প্রেমিক-প্রেমিকার
eisamay.com
প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৬:৩৬
কিছুদিন পরই ছিল বিয়ে। এরই মাঝে ছুটির দিনে নিভৃতে তাঁরা সময় কাটাবেন ভাবেন। রোম্যান্টিক আবহে একসঙ্গে করতে যান স্নান। আর এতেই ঘনিয়ে এল চরম বিপদ। অকালে প্রাণ গেল তরুণ-তরুণীর। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাটি উত্তর-পূর্ব বেঙ্গালুরুর চিক্কাজালায়। সেখানেই গত 10 জুন একটি বাড়ির বাথরুমে এক যুবক-যুবতীর দেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু যুগলের শরীরে কোন ক্ষতের চিহ্ন না থাকায় তাঁদের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের বাথরুমের জানালা এবং দরজা সব বন্ধ ছিল। সেই সঙ্গে চলছিল গিজার। ফলে গিজার থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মধ্যে দীর্ঘক্ষণ থাকায় মৃত্যু হয়েছে তাঁদের।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- স্নান
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল