কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিনের বেলায়ও দাঁড়িয়ে থাকা যায় না ক্যাম্পে

বাংলা ট্রিবিউন উখিয়া প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৫:৫৯

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর পরিবেশ এতই অপরিচ্ছন্ন হয়ে উঠেছে যে, সেখানে দুর্গন্ধ আর মশার অত্যাচারে দিনের বেলাতেও টিকে থাকা দায়। কোথাও দাঁড়িয়ে দুদণ্ড কথা বলবেন, সেই উপায় নেই। মশা-মাছি ঘিরে ধরবে। এছাড়া আছে ডেঙ্গুর ভয়াবহতা। ড্রেন, স্যুয়ারেজ লাইন, গোসলের স্থান নিয়মিত পরিচ্ছন্ন না রাখার কারণে, ভালো ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও দুর্গন্ধ ও মশা থেকে নিষ্কৃতি পাচ্ছেন না এখানকার মানুষেরা। রোহিঙ্গারা বলছেন, অল্প জায়গায় এত মানুষের বসবাসের কারণে এবং কিছুটা অসচেতনতার অভাবে অপরিচ্ছন্নতা বেড়েছে। ইতোমধ্যে ক্যাম্পগুলো ডেঙ্গুর হট স্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে ক্যাম্পগুলোর মানুষকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।


এদিকে কর্তৃপক্ষ বলছে, সব ধরনের চেষ্টা তারা করছেন, কিন্তু ক্যাম্পের মানুষকে সচেতন হতে হবে।


বাংলাদেশে সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম শুরু হয়। কারণ, ওই সময়ে শুরু হয় বর্ষাকাল। ডেঙ্গুর  প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। এ বছর মৌসুম শুরুর আগেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। তাদের জীবন-যাপন আলাদা হওয়ায়— এ ব্যাপারে কাজও সেভাবে করা যাচ্ছে না বলে হতাশাও আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও