You have reached your daily news limit

Please log in to continue


বরিশালে হঠাৎ ঝড়: গাছ পড়ে বৃদ্ধ নিহত, নিখোঁজ জেলে, অর্ধনিমজ্জিত লঞ্চ

বরিশালে আকস্মিক ঝড়ে একজন নিহত ও একজন জেলে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া অর্ধনিমজ্জিত হয়েছে একটি লঞ্চ, বিধ্বস্ত হয়েছে ২৫টি ঘর।

বৃহস্পতিবার সকালে জেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৬টা ৫৫ মিনিট থেকে দমকা বাতাস বইতে শুরু হয়। সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।

এ সময় ঘণ্টায় ৪৬ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস হয়েছে। ২৯.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম দিক থেকে ঝড়ো বাতাস বয়েছে।

আকস্মিক এই ঝড়ে সদর উপজেলায় গাছ পড়ে একজন নিহত হয়েছেন।

নিহত শেখ মোহাম্মদ রজিত বিহারী (৭৫) উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন