![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2F2faf7fc8-d6b8-4904-a62d-5329100690f9%2Fincineration_power_plant_150623_001.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
বর্জ্য থেকে বিদ্যুৎ: দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্ট ভিত্তি পাবে ২০ জুলাই
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২০ জুলাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন ঢাকার আমিন বাজারে এই প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিন বাজার ল্যান্ডফিলে 'বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ইনসিনারেশন প্ল্যান্ট' এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সামনে রেখে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি প্রস্তুতিসভা হয়।
তাজুল ইসলাম বলেন, দেশে প্রচুর বর্জ্য হচ্ছে কিন্তু সেগুলো ব্যবহার হচ্ছে না। যে কারণে সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের নীতিতে গেছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেওয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিদ্যুৎ উৎপাদন
- বর্জ্য