আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়ায় বেড়েছে রেমিট্যান্স, কমেছে হয়রানি

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১৩:০১

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মূল সমস্যা ছিল মানব পাচার আইন। এই আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়ায় একদিকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে অন্যদিকে বায়রার সদস্যরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারছে। বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাসারকে রিক্রুটিং এজেন্সি ফ্রেন্ডস অ্যাসোসিয়েটসের (রাফা) দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।


গতকাল বুধবার (১৪ জুন) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বায়রা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, বায়রার সমস্যার শেষ নেই। একটার পর একটা সমস্যা লেগেই থাকে। মানব পাচার আইন বায়রার মূল সমস্যা ছিল। এই আইন বন্ধ হওয়ায় একদিকে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে অন্যদিকে বায়রার সদস্যরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারছে।


আরো বলেন, রেমিট্যান্স প্রবাহের অন্যতম কারিগর বায়রা। কারণ তাদের মাধ্যমে বৈধপথে পাঠানো প্রবাসী ভাই-বোনেরা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়ায় একদিকে রেমিট্যান্স বেড়েছে অন্যদিকে বায়রা সদস্যদের হয়রানি বন্ধ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও