দেশের পাশে প্রবাসী মেধা ও নারীশক্তি
দেশের বাইরের বাংলাদেশীদের মনোজগতের বেশির ভাগই দখল করে আছে দেশের রাজনীতি। সংস্কৃতি চালিকাশক্তি হওয়ার পরও রাজনীতি আমাদের পিছু ছাড়ে না। এর দায় মেটাতে গিয়ে বিদেশে বাঙালিকে অনেক ভোগান্তি পোহাতে হয়। ব্যক্তিগতভাবে দেখেছি ঈর্ষা হিংসা বা হানাহানির বড় এক কারণ এই দলপ্রীতি। দল থাক বা না থাক রাজনীতি আছে। আর সে কারণেই চলছে ধারাবাহিক কোন্দলপর্ব।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মূল দল আওয়ামী লীগ। বিদেশে আওয়ামী লীগের শাখা বা শক্তি মজবুত। আজকাল অধৈর্য আর মাত্রাহীনতা তাদেরও গ্রাস করছে। বিদেশে বা বিশ্বের দেশে দেশে প্রগতিশীল দেশপ্রেমী মানুষই দেশের ভাবমূর্তি সমুন্নত রাখছে। এমনই কিছু তরুণ-তরুণী, যারা দেশ থেকে পড়াশোনা করার জন্য এদেশে এসেছে তাদের আবেগ আর চিন্তা আমাদের মুগ্ধ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মেধা আর তারুণ্যকে লালন করেন। তাঁর চোখে যারা মেধাবী, তারাই এক সময় দল ও দেশের কাজে লেগে যায়। এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সময়। যদি এই যাত্রা সংহত করা না যায়, তাহলে লাভের গুড় পিঁপড়া খাবে।
- ট্যাগ:
- মতামত
- মেধাবী
- প্রবাসী
- নারী অধিকার