বিদায় ইন্টারনেট এক্সপ্লোরার
১৫ জুন ২০২২
ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের ঘোষণা
প্রায় ২৭ বছর চালানোর পর ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট করপোরেশন। ২০২২ সালের ১৬ জুন নিজেদের এজ ব্রাউজারের সুবিধার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার আর না চালানোর এ ঘোষণা আসে মাইক্রোসফটের কাছ থেকে। তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দু–একটা সংস্করণে এটি এখনো ব্যবহার করা যায়।
১৫ জুন ১৯৪৯
কোর মেমোরির ধারণা দিলেন এমআইটির অধ্যাপক
সেটা মাইক্রোপ্রসেসর উদ্ভাবনের আগের জমানা। নিজের নোটবইতে ১৯৪৯ সালের ১৫ জুন কম্পিউটারের ‘কোর মেমোরি’র ধারণা লিখে রাখেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক জে রাইট ফরেস্টার। ফরেস্টার পরে তাঁর ধারণায় তৈরি চৌম্বকীয় বা ম্যাগনেটিক কোর মেমোরি সেই সময়ের ওয়ার্লউইন্ড কম্পিউটারে যুক্ত করেন। কোর মেমোরি তখন কম্পিউটারকে আরও নিখুঁত, আরও গতিশীল ও সহজে ব্যবহারযোগ্য করে তুলেছিল। ১৯৭০-এর দশকে সেমিকন্ডাক্টরেরে উন্নয়নের আগপর্যন্ত তথ্য রাখার এই কোর মেমোরি ব্যবস্থা বেশ জনপ্রিয়তা পেয়েছিল।