কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টি আসুক বা না আসুক, আজ বর্ষার প্রথম দিন

‘সেই বৃষ্টি আজও তোমায় তেমনি ভালোবাসে, এক পশলা তুমি ভিজলেই আমার জ্বর আসে’ অথবা ‘শহরজুড়ে বৃষ্টি নামুক তুমি খুঁজে নিও ঠাঁই, প্রতিটি বৃষ্টিকণায় লেখা থাকুক শুধু তোমাকেই চাই’।

ফোনের গ্যালারি খুঁজে সুন্দর একটা ছবি বের করে (ইংরেজিতে যাকে বলে ‘এসথেটিক’) আজ আপনি ফেসবুকের প্রোফাইল পিকচারটা বদলে দিতেই পারেন। আর ওপরের কথাগুলোর কোনো একটাকে ব্যবহার করতে পারেন ক্যাপশন হিসেবে। কেননা, বৃষ্টি আসুক, না আসুক আজ আষাঢ়ের প্রথম দিন। বাঙালির বর্ষা বরণের দিন।

বাঙালির অন্যতম প্রিয় ঋতু বর্ষা। রোমান্টিকতা, আয়েশ বা প্রয়োজন—কোনো বিচারেই বৃষ্টির বিকল্প নেই। তবে স্কুলে যদি পরীক্ষা থাকে আর অফিসে যদি যেতেই হয়, তবে বিপত্তি! বৃষ্টি তখনই উপভোগ্য হয়ে ওঠে, যদি আপনি ঘরে থাকেন। বাইরে মেঘ রং বদলে ছোটাছুটি করে ডাকাডাকি শুরু করলেই ডাল-চাল আর ঘরে থাকা কয়েক পদের সবজি মিশিয়ে খিচুড়ি চাপিয়ে দেওয়া তো আমাদের অলিখিত রীতিতে পরিণত হয়েছে। আর এর সঙ্গে ভাজা মাছ, মাংস, বেগুনভাজি বা নিদেনপক্ষে ডিমভাজি, আচার, শুকনা মরিচের ভর্তা বা ঝাল-ঝাল শুঁটকিভর্তা হলে তো কথাই নেই!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন