ড্রোন কিনতে দিল্লিকে চাপ

সমকাল প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০৮:৩১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফর সামনে রেখে বাইডেন প্রশাসন নয়াদিল্লিকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ড্রোন কেনার চুক্তি এগিয়ে নিতে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এসব ড্রোন কেনার বিষয়ে ভারত বহু দিন ধরে আগ্রহ দেখিয়ে আসছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় দুই দেশের মধ্যে এ নিয়ে চুক্তি বাধাগ্রস্ত হচ্ছে। ২০০ থেকে ৩০০ বিলিয়ন ডলার মূল্যের এ চুক্তি হলে ভারত পাবে মার্কিন সি-গার্ডিয়ান ড্রোন। এগুলো তৈরি অস্ত্র বহনে সক্ষম।


সংশ্লিষ্ট দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাধা কাটাতে চায় ওয়াশিংটন। এ জন্য মার্কিন আলোচকরা আগামী ২১ জুন থেকে শুরু হওয়া ভারতের প্রধানমন্ত্রী মোদির তিন দিনের যুক্তরাষ্ট্র সফরের দিকে তাকিয়ে আছেন। সূত্র জানিয়েছে, মোদির সফরের দিন-ক্ষণ ঠিক হওয়ার পর থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, পেন্টাগন এবং হোয়াইট হাউস ওই অস্ত্র চুক্তি নিয়ে অগ্রগতি দেখাতে ভারতকে চাপ দিচ্ছে। মার্কিন কোম্পানি জেনারেল অ্যাটমসের তৈরি অন্তত ৩০টি এমকিউ-৯বি সি-গার্ডিয়ান ড্রোন কেনার চুক্তি করতে বলছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও