You have reached your daily news limit

Please log in to continue


ফুলে-ফেঁপে উঠছে এশিয়া, টিকে থাকছে রাশিয়া

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৭টি দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। নিকট ইতিহাসে খুব কম ক্ষেত্রেই এই নজির আছে। অর্থনীতির সবচেয়ে বড় ১০টি খাত লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, ভ্রমণ, জাহাজ ও বিমান চলাচল, পণ্য পরিবহনের মতো খাত রয়েছে।

১৯৯০ সালে সাদ্দাম হোসেন কুয়েতের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে জাতিসংঘ ইরাকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে দেশটির অর্থনীতি পঙ্গু হয়ে গিয়েছিল। মস্কোর ওপর অর্থনৈতিক চাপ সে রকম কিছু হয়নি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের এক বছর পর কয়েকটি বিষয় এখন স্পষ্ট। নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতি এবং এর ভবিষ্যৎ প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতি ধসিয়েও দিচ্ছে না, ইউক্রেনে যুদ্ধ থামাতেও সহযোগিতা করছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন