দেশে প্রথম ট্যুরিস্ট সিম দিচ্ছে গ্রামীণফোন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০০:০৯
বিদেশি নাগরিক, উদ্যোক্তা, ভ্রমণকারী ও ব্যবসায়ীসহ স্বল্প সময়ের জন্য বাংলাদেশ ভ্রমণকারীদের ‘ট্যুরিস্ট সিম’ দিচ্ছে টেক সার্ভিস লিডার গ্রামীণফোন। ফলে রোমিংয়ের অতিরিক্ত ফি ও চার্জ ছাড়াই নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা উপভোগ করতে পারবেন বাংলাদেশে আসা ভ্রমণকারীরা।
বুধবার (১৪ জুন) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আরও উপস্থিত ছিলেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব প্রমুখ।