৯.৪৫ শতাংশ শিশু বাংলা বর্ণই চেনে না, ইংরেজি ১৬
প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৯ দশমিক ৪৫ শতাংশ শিশু বাংলা বর্ণই চেনে না। ইংরেজি বর্ণ চেনে না ১৬ শতাংশ শিশু এবং একক অংকবিশিষ্ট সংখ্যা চেনে না ১৩.৬২ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
আজ বুধবার (১৪ জুন) রাজধানীর মিরপুরে ইউসেপ মিলনায়তনে শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন শীর্ষক জাতীয় সংলাপে এ জরিপের ফল তুলে ধরা হয়।
খুলনা ও রাজশাহী জেলায় ৮৮টি গ্রামের ৭১টি বিদ্যালয়ে এবং ১ হাজার ৭৬০টি পরিবারের ১ হাজার ৫৩৩জন শিশুর ওপর এই জরিপ পরিচালনা করে ওয়েভ ফাউন্ডেশন।
জরিপে দেখা যায়, দেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণির ১০ দশমিক ২৮ শতাংশ ছেলে শিশু ও ৮ দশমিক ৭১ শতাংশ মেয়ে শিশু বাংলা বইয়ের একটি বর্ণও পড়তে পারে না। এর বাইরে ১৮ দশমিক ০৪ শতাংশ শিশু ৫টির মধ্যে কমপক্ষে ৪টি শব্দ শনাক্ত করতে পারে। আর ৬১ দশমিক ৯৫ শতাংশ ছেলে শিশু এবং ৫৩ দশমিক ১৪ শতাংশ মেয়ে শিশু ৩টি বা তার কম ভুল উচ্চারণসহ একটি কাহিনি সাবলীলভাবে পারে।