স্পেনের হয়ে ‘আরও কয়েক বছর’ খেলার আশায় আলবা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২০:০৯
স্পেনের নতুন কোচের প্রথম ঘোষিত দল থেকে বাদ পড়ার পর জর্দি আলবার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলেই ধরে নিয়েছিল অনেকে। তবে চমক জাগিয়ে উয়েফা নেশন্স লিগ ফাইনালসের দলে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। আবার জাতীয় দলে জায়গা পাওয়াটা বেশ উপভোগ করছেন তিনি। এই মুহূর্তে ক্লাবহীন থাকা আলবার বিশ্বাস, স্পেনের জার্সিতে আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
স্পেনের হয়ে ৯১ ম্যাচ খেলেছেন আলবা। যার সবশেষটি ২০২২ কাতার বিশ্বকাপে। ওই টুর্নামেন্টের শেষ ষোলো থেকে দলের বিদায়ের পর চাকরি হারান ওই সময়ের কোচ লুইস এনরিকে। তার জায়গায় দায়িত্ব পান লুইস দে লা ফুয়েন্তে। গত মার্চে এই কোচের প্রথম দুই ম্যাচের দলে জায়গা হারান আলবা। ফলে তার স্পেন ক্যারিয়ার শেষ বলেই ধারণা করা হচ্ছিল।
- ট্যাগ:
- খেলা
- নতুন কোচ
- উয়েফা ন্যাশনস লিগ