কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া

বিডি নিউজ ২৪ রাশিয়া প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ২০:০৮

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো একথা জানিয়েছেন।


এসব পারমাণবিক অস্ত্রের মধ্যকার কিছু অস্ত্র ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা আণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী বলে জানিয়েছেন তিনি।


সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া এই প্রথম যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায় এমন স্বল্প পাল্লার কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র অন্য দেশে মোতায়েন করছে।


বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো রুশ টেলিভিশন চ্যানেল রোসিয়া-১ এ দেওয়া  সাক্ষাৎকারে বলেন, “আমরা রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা পেয়েছি। বোমাগুলো হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমের তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।”


গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রগুলোর নিয়ন্ত্রণ মস্কোর হাতে থাকবে এবং এসব অস্ত্র রাখার জন্য বিশেষ গুদামের ব্যবস্থা হয়ে গেলেই সেগুলো বেলারুশে মোতায়েন করা শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও